• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রোববার ‘এক মিনিট শব্দহীন’ থাকবে সব স্কুল-কলেজ

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৫
নিজস্ব প্রতিবেদক

শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রাজধানী ঢাকাতে রোববার (১৫ অক্টোবর) এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের অংশ হিসেবে দেশের সব স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেয়া কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন কর্মসূচি পালনের জন্য বলা হলো।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রাজধানী ঢাকাতে আগামী রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। এদিন ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্কুল-কলেজ,শব্দহীন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close