• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাবির নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০২৩, ১৩:৩৩
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ শনিবার(৪ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণকালে সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা, শিক্ষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক।

ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close