• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১১ দফা দাবি আদায়ে রাবির মূল ফটকে শিক্ষার্থীদের তালা

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:১৯
রাজশাহী প্রতিনিধি

১১ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূলফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টকনোলজির শিক্ষার্থীরা। প্রশাসনির ভবনে তালা ঝুলিয়ে দেয়ায় শিক্ষকরা বাইরে অবস্থান করছেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্য রয়েছে: বন্ধ থাকা ছাত্রদের আবাসিক হল খুলে দিতে হবে, শিক্ষক দ্বারা হয়রানি বন্ধ, ল্যাবে যন্ত্রপাতি ও মেয়েদের আলাদা ওয়াশরুমের ব্যবস্থা, রুটিন অনুযায়ী ক্লাস ও মিডট্রাম্প পরীক্ষা ও মানসম্মত ক্যান্টিন এর ব্যবস্থা করতে হবে।

এদিকে ক্যাম্পাসে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টকনোলজির অধ্যক্ষ ডা. ফারহানা হক দেখা করে প্রশাসনিক কার্যালয় খুলে দিতে বললেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ নিয়ে অধ্যক্ষ ডা. ফারহানা হক জানান, এ আন্দোলনের যৌক্তিকতা নেই। শিক্ষার্থীরা যে দাবি করেছেন, তার সবই রয়েছে।

রাবি,শিক্ষার্থী,প্রতিবাদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close