• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা শিক্ষক বরখাস্ত

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভা ডাকে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি কালবেলাকে জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে অধিকতর তদন্তের জন্য তিনি কমিটি গঠন করে দেবেন বলে জানিয়েছেন, সেখানে স্কুলের কেউ থাকবে না।

সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সব সদস্য, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের একজন জ্যেষ্ঠ সহকারী কমিশনার, এডিসি (শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী কালবেলাকে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার অফিস থেকে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ,শিক্ষক বরখাস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close