• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, হল ছাড়ার নির্দেশ

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২৪, ০০:১০
পূর্বপশ্চিম ডেস্ক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে (সামেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুছের সই করা এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জারি করে কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ প্রফেসর ডা. মো: রুহুল কুদ্দুছ বলেন, “মেডিকেল কলেজে একটি ছেলেদের ও একটি মেয়েদের হল রয়েছে। দুটি হলে প্রায় ৩২৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে।’’

মঙ্গলবার দুপুর আড়াইটার মধ্যে কলেজের সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে পদ বঞ্চিত নেতাকর্মীরা অবাঞ্ছিত ঘোষণা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ছাত্রলীগ,সাতক্ষীরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close