• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সড়কে শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাবি, বিক্ষোভ-অবরোধ-গাড়িতে আগুন

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:১০
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।

এ সময় তারা ক্যাম্পাসে নির্মীয়মান ভবনগুলোর সামনে দাঁড়ানো কয়েকটি ট্রাকে ভাঙচুর করে। নিহত মাহমুদ হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হিমেলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। হবিবুর রহমান হলের সামনে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হিমেল ট্রাকের নিচে পড়ে যান। এ সময় তার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটির অপর দুজন আহত হয়েছেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাকসহ পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

পূর্ব পশ্চিম/জেআর

রাজশাহী বিশ্ববিদ্যালয়,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close