• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিভিন্ন সমস্যায় জর্জরিত কুবির ক্যাফেটেরিয়া

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১৫:৪১
কুবি প্রতিনিধি

বিভিন্ন সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীদের অভিযোগ- সুপেয় পানির অভাব, খাবারের উচ্চমূল্য, ওয়াশরুমের জরাজীর্ণ অবস্থা ও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মূল্যতালিকার সঙ্গে আশপাশের হোটেলগুলোর মূল্যতালিকার তেমন পার্থক্য নেই। ফলে এখানে খেয়ে শিক্ষার্থীদের আর্থিক কোনো সুবিধা হচ্ছে না। খাবারের মান নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিদ্যমান ১৩টি ফ্যানের মধ্যে সচল আছে মাত্র ৫টি। এর বাইরে ফ্যানের জন্য আরও স্থান নির্ধারিত থাকলেও তা খালিই পড়ে আছে৷ সুপেয় পানির জন্যও কোনো ফিল্টারের ব্যবস্থা নেই।

আবার করোনার ছুটিতে ক্যাফেটেরিয়াকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের সাময়িক আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়৷ যার প্রভাব পড়েছে ক্যাফেটেরিয়ার সামগ্রিক পরিবেশে৷ সে সময় ক্যাফেটেরিয়ার দুটি ওয়াশরুম ও বেসিনগুলো ক্ষতিগ্রস্ত হয়; যা এখনো ঠিক করা হয়নি।

এ ছাড়া সম্প্রতি ক্যাফেটেরিয়ায় খাওয়া শেষে ফেলে দেওয়া পরিত্যক্ত প্লাস্টিকের বোতলও ওয়াশরুমে সয়লাব হয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাফেটেরিয়ার ওয়াশরুম ব্যবহার অনুপযোগী হওয়ায় দুর্ভোগে পড়ছেন নারী শিক্ষার্থীরা।

কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ক্যাফেটেরিয়ার সমস্যা সমাধানের জন্য আলাদা কমিটি আছে। তাদের কাছে শিক্ষার্থীদের করা অভিযোগ উত্থাপন করব এবং যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করব।

পূর্বপশ্চিমবিডি/এমএইচ/জেএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close