• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিযবুত তাহরীর সন্দেহে ঢাবির চার শিক্ষার্থী গ্রেপ্তার 

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১৩:১২ | আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫:২৪
অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- রেজওয়ান পারভেজ, মেহেদী হাসান বিজয়, নূরে আলম মো. সিহাব উদ্দিন ও আবু আল জিন্নাতুল।

রেজওয়ান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৬ শিক্ষাবর্ষের, মেহেদী একই বিভাগের ২০১৭ শিক্ষাবর্ষ, নূরে আলম বিবিএ ২০১৫ শিক্ষাবর্ষ ও জিন্নাতুল ইংরেজি বিভাগের ২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

রোববার (২৭ মার্চ) রাজধানীর পুরান ঢাকার বংশাল ও লালবাগ এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, হিযবুত তাহরীরের খসড়া সংবিধান, লিফলেট, পোস্টার, দুটি ম্যাগাজিন ও ১০টি প্লাস্টিকের খালি বোতল জব্দ করা হয়।

সোমবার (২৮ মার্চ) চারজনকে আদালতে হাজির করে প্রত্যেককে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফুল হোসেইন তুহিন জানান, হিযবুত তাহরীরের সদস্যরা অনলাইন ও অফলাইনে প্রচারণার মাধ্যমে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। তারা ১৮ মার্চ অনলাইন সম্মেলনের আয়োজন করে।

তিনি আরও জানান, নিজেদের উপস্থিতি জানান দিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বংশাল থানা এলাকার বিভিন্ন স্থানে উস্কানিমূলক ও উগ্রবাদী পোস্টারিং করেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ব পশ্চিম/জেআর

ঢাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close