• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুবিতে নেই ময়লা ফেলার নিদির্ষ্ট স্থান

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২২, ২০:৩৬
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন এখনও তৈরি করে দিতে পারেনি কোনো নির্দিষ্ট স্থান, প্রতিনিয়ত অপরিষ্কার থাকছে কুবির ক্যাম্পাস।

এ বিষয়ে জানতে চাইলে এস্টেট শাখার ডেপুটি-রেজিস্ট্রার মো: মিজানুর রহমান বলেন, ক্যাম্পাসে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকার কারণে বারবার এমন হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে প্রশাসনকে বলেছি ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করে দিতে। কিন্তু প্রশাসন তা করতে পারে নাই। তারপরও আমরা আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে নিয়মিতই ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকেই চেষ্টা করছি ক্যাম্পাসের সমস্যা গুলো কাটিয়ে তুলতে। ময়লা আবর্জনার স্তুপ জমা হওয়ার বিষয়টি এস্টেট শাখা থেকে আমাকে এখনও জানানো হয়নাই। তবে তারা জানালে দ্রুতই এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিবো।

শিক্ষার্থী,মো. জুয়েল হোসাইন বলেন, প্রতিদিন ক্যাম্পাসে শিক্ষার্থীরা ও পযর্টকরা আসেন,কিন্তু কোন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জায়গা না থাকায় তারা যেখানে সেখানে ময়লা ফালায়,যার ফলে ক্যাম্পাসটি অপরিষ্কার থাকে। পর্যটকরা ও এ অপরিষ্কার ক্যাম্পাস দেখলে নৈতিবাচক ধারণা আসতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এমবি/জেএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close