• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভিসিও কিছু করতে পারবে না আমার: রাবি বাসচালক

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২২, ১৭:৩৩
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক বাস চালক শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে বলেন ‘ভিসিও কিছু করতে পারবে না আমার’।

সোমবার (১১ এপ্রিল) বিকালে ক্যাম্পাস থেকে নওহাটাগামী বাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্যাম্পাস থেকে নওহাটাগামী বাসটির চালক মোড়গুলোতে রেসিং গাড়ির মত করে বাক নিচ্ছিল। একসময় হঠাৎ হাইড্রোলিক ব্রেক ধরে বসেন তিনি। সাথে সাথে দাঁড়িয়ে থাকা কয়েকজন বাসের মধ্যে পড়ে যায়।শিক্ষার্থীরা বাস চালককে ভালোভাবে গাড়ি চালাতে বললে তিনি বলেন, 'ভালোভাবে হাতল ধরে বসেন।'

পরক্ষণেই আবার হঠাৎ হাইড্রোলিক ব্রেক চাপেন তিনি। আবারো দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা পড়ে যাওয়ার উপক্রম হয়। এবার বাসের সবাই রেগে যায়। তর্কাতর্কির এক পর্যায়ে ড্রাইভারের ছবি তুলতে গেলে ঐ ড্রাইভার বলে বসেন 'ভিসিও কিছু করতে পারবে না আমার।'

তৌফিক গাজি নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, 'ভিসিও কিছু করতে পারবে না আমার' কেমন সাহস থাকলে এসব কথা একজন বাস চালকের মুখ থেকে বের হয়। জানি না তার কত পাওয়ার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাস চালক হয়ে তার এমন কথা আর আচরণ কতটা শোভা পায়? তাকে আমাদের আহত করার জন্য তো বাস চালকের আসনে বসানো হয়নি!

এ বিষয়ে রাবির ছাত্র উপদেষ্টা এম. তারেক নুর বলেন, আমরা ভুক্তভোগী শিক্ষার্থী এবং ওই বাস চালককে নিয়ে বসেছিলাম। বাস চালক শিক্ষার্থীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছে। তাই তাকে ওই রুটেই রাখা হয়েছে। এরপর যদি আবার এমন ঘটনা ঘটে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

পূর্বপশ্চিমবিডি/এমএসএ/এনজে

অসদাচরণ,রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close