• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||

ক্যান্সারে আক্রান্ত হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:  ১৭ জুন ২০২২, ১৬:৩০
কুবি প্রতিনিধি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪ তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান (২২)।

শুক্রবার (১৭ জুন) সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত মেহেদী হাসানের বাড়ি কুমিল্লা জেলার সানন্দা গ্রামে।

সহপাঠীদের তথ্যমতে, মেহেদী দীর্ঘ ৮ মাস যাবৎ অসুস্থ ছিলো। ১১ অক্টোবর ২০২১ সালে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো মেহেদী। তার কেমোথেরাপি চলছিলো। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো কুবির এই মেধাবী শিক্ষার্থীকে।

তার সহপাঠী শিক্ষার্থী কিবরিয়া বাপ্পি বলেন, মেহেদী অনেক মিশুক আর হাসিখুশি ছিলো। বিশ্বাসই করতে পারছি না বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে।

মেধাবী শিক্ষার্থী মেহেদীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা।

পূর্বপশ্চিমবিডি/এমএইচ/এনজে

ক্যান্সারে আক্রান্ত হয়ে,কুবি শিক্ষার্থীর,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close