• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার আহ্বান

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২২, ১৪:০৮
জবি প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী করার ব্যাপারে জোর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সামাজিক-সমালোচনা যুগে ইংরেজি ভাষা শিক্ষাতে (ইএলটি) আধিপত্য শীর্ষক এক সেমিনার বক্তারা এই আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এই আয়োজন করা হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এবং আমেরিকান দূতাবাস ও নায়েমের জ্যেষ্ঠ ইংরেজি ভাষা বিশেষজ্ঞ লরেন্স. এন. বার্লিন প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

অধ্যাপক লরেন্স তাঁর প্রবন্ধে, ইংরেজি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি ধারণা দেন। পাশাপাশি শ্রেণীকক্ষে যেভাবে পাঠদান করা হয় এরমধ্যে পার্থক্যের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

অধ্যাপক লরেন্স শিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তবমুখী করার ব্যাপারে জোর দেন তা আলোচনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মমি উদ্দিনের সভাপতিত্বে আরও আলোচনা করেন অধ্যাপক ড. আবু জাফর, ড. আব্দুর রউফ প্রমুখ।

শিক্ষা ব্যবস্থা,জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close