• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

প্রকাশ:  ০৭ মার্চ ২০২৪, ২১:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

বিভিন্ন আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম প্রশাসনের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ম্যুরাল “জনক জ্যোতির্ময়”-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর আরও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন বিভাগ, দপ্তর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ড. মো. কামাল হোসেন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণকে বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি),সংবাদ বিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close