• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেখ রাসেলকে নিয়ে সুস্মিতার কণ্ঠে সুজন হাজংয়ের গান (ভিডিও)

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৯, ১৯:১৭ | আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৩০
বিনোদন প্রতিবেদক
সুস্মিতা সাহা ও সুজন হাজং।

সেই অবুঝ শিশুর চোখে নতুন সকাল দেখা/ সেই সকালের নাম বাংলাদেশ/ সেই অবুঝ শিশুর চোখে নতুন আকাশ দেখা/ সেই আকাশের নাম বাংলাদেশ- তরুণ প্রজন্মের ইতিহাস সচেতন গীতিকার সুজন হাজংয়ের লেখা এমন কথার গানটি গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত গায়িকা সুস্মিতা সাহা। গানটি ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে ভিডিওসহ মুক্তি পেয়েছে বলে পূর্বপশ্চিমকে জানিয়েছেন সুজন হাজং।

তিনি বলেন, 'রাসেল আমাদের বাংলাদেশ' শিরোনামের গানটির মধ্য দিয়ে আমি শেখ রাসেলের প্রতিচ্ছবি বাংলাদেশের মাঝে উপস্থাপন করেছি। আবহমান গ্রামবাংলার চিত্রে যেন আমরা রাসেলকে দেখতে পাই। রাসেল আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। তাঁকে স্মরণ করেই আমার এই গানটি লেখা।

সংগীতশিল্পী সুস্মিতা সাহা বলেন, শেখ রাসেলকে নিয়ে এটিই আমার প্রথম গান। এই গানের মধ্যদিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার। এই গানের শব্দের গাঁথুনি খুব সুন্দর। গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে।

গানটি ইতোমধ্যে শ্রোতামহলে প্রশংসা পেয়েছে।

পিবিডি/ এইচক

সুজন হাজং,সুস্মিতা সাহা,গান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close