• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ০১:১৭
বিনোদন প্রতিবেদক

রাজধানীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবারের উৎসবের প্রতিপাদ্য ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। উৎসবে ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল ও আরো অনেকে

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে লেবানন ও জার্মানির যৌথ প্রযোজিত এবং মারিয়া ইভানোভা জেড পরিচালিত ‘দ্য অ্যাঙ্গার’চলচ্চিত্রটি।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এটি ২০ তম আসর ১৯৯২ সাল থেকে প্রতি বছর আয়োজন করে আসছে। এবারের উৎসবে অংশ নেওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬টি। বাংলাদেশের চলচ্চিত্র আছে ৪০টি, যার মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ১৮টি পূর্ণদৈর্ঘ্য।

উৎসবে প্রতিদিন ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র। ভেন্যুগুলো হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সরকারি গণগ্রন্থাগার ও প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তন।

পূর্বপশ্চিম-এনই

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close