• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রনি-জিনাতের ‘টুকরো করে উড়িয়ে দে’

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৮ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫০
বিনোদন ডেস্ক

পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত হচ্ছে জনপ্রিয় ৫টি নির্বাচিত কবিতার যুগলবন্দি আবৃত্তির অনলাইন অ্যালবাম ‘টুকরো করে উড়িয়ে দে’।

ফ্যাশন হাউজ কৃষ্ণকলির সৌজন্যে নির্মিত অ্যালবামটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি নাটক ‘রবিবার’সহ ভারতীয় কবি সুবোধ সরকারের ‘দোয়াত আর কলম’, শ্রীজাত এর ‘এক বিকেলের কথা’ এবং বাংলাদেশ থেকে খাইরুল বাবুই-এর ‘স্বপ্নকথা’ ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের ‘তবু ভুল তবুও ভালোবাসা’ শিরোনামের কবিতা স্থান পেয়েছে।

কবিতাগুলো আবৃত্তি করেছেন বাংলাদেশ থেকে রিয়াজ রনি এবং আমেরিকা থেকে জিনাত জাহান। অ্যালবামটির গ্রন্থনা করেছেন জিনাত জাহান। আবহসংগীত ও ভিডিও নির্মাণ করেছেন রিয়াজ রনি। কারিগরি সহায়তায় থাকছে এবিসি ডিজিটাল।

আগামী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি, ৫ দিনব্যাপী এই আয়োজন শুনতে পাওয়া যাবে ‘রেডিও রনি’ ও ‘জিনাতস ক্লাউড’ নামের ইউটিউব ও ফেসবুক প্লাটফর্মে।


পূর্বপশ্চিম/এসকে

আবৃত্তি,কবিতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close