• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আসিফের জন্য একুশের গান লিখলেন কবীর সুমন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৩
বিনোদন ডেস্ক

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের জন্য একুশে ফেব্রুয়ারি নিয়ে গান লিখেছেন ভারতের নন্দিত গীতিকার, সুরকার ও গায়ক কবীর সুমন।

'একুশে ফেব্রুয়ারির ডাক' শিরোনামে গানটির কথাগুলো হলো-'আমার ভাষার একুশে ফেব্রুয়ারির ডাক/ সবার ভাষার জন্য চিরকাল বেঁচে থাক/ বাহান্ন সেই সাল মুক্তির আহ্বান/ নিশানের মতো ওড়ে মাতৃভাষার গান।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দীর্ঘদিন পর আবারও গাইলাম আমার শ্রদ্ধেয় অগ্রজ জীবন্ত কিংবদন্তি কবীর সুমনের গান। আমার বিশ্বাস বাংলা গানের ভাণ্ডারে "একুশে ফেব্রুয়ারির ডাক" গানটি জায়গা করে নেবে। এই গানটি নিয়ে তিনি অনেক প্রশংসা করেছেন। বলেছেন যে আসিফ গাইবে বলেই লিখেছি সুর করেছি।

'তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন না,' বলেন আসিফ।

গানটির সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক উজ্জ্বল সিনহা। গানটি প্রকাশ হবে আর্ব এন্টারটেইনমেন্ট থেকে।

এর আগে কবীর সুমনের কথা ও সুরে আসিফ আকবর পাঁচটি গানে কণ্ঠ দিয়েছিলেন। গানগুলো হলো- আমার একার নয়, সিরিয়ার ছেলে, লুকোনো মানিক, পরোয়া করি না, এখনও সেই আসিফ আমি।


পূর্বপশ্চিম/এসকে

আসিফ আকবর,কবীর সুমন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close