• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

এবার ভরিতে ৩১৫ টাকা কমলো স্বর্ণের দাম

প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৩
নিজস্ব প্রতিবেদক

দেশে বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। তবে স্বস্তির খবর হলো, কয়েক দফার বাড়ার পর গত এক সপ্তাহে টানা পাঁচবার কমানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ রবিবার (২৮ এপ্রিল) দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩১৫ টাকা কমানো হয়েছে। যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১২ হাজার ৬১৫ টাকা।

রবিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবিবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল প্রতি ভরিতে ৮৪০ টাকা, দুই দিন পর ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা এবং আজ ২৮ এপ্রিল ভালো স্বর্ণের ভরি ৩১৫ টাকা কমানোর ঘোষণা দিলো বাজুস। পাঁচ দিনে ভ‌রিতে স্বর্ণের দাম মোট কমেছে ৬ হাজার ৮১৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৬১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ১৪৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৬ হাজার ৬৩২ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

স্বর্ণ,বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস),দ্রব্যমূল্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close