• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১১ মার্চ প্রেক্ষাগৃহে ‘গুণিন’

প্রকাশ:  ০৭ মার্চ ২০২২, ১৫:১৪
বিনোদন রিপোর্টার

জনপ্রিয় পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। আগামী শুক্রবার (১১ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে প্রথমবারের মতো জুটি বেধে কাজ করবেন শরিফুল রাজ ও পরীমনি। ‘গুনিন’-এ কাজ করতে গিয়েই বাস্তবের এই জুটির পরিচয়, প্রেম এবং বিয়ে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। গ্রামীণ ওঝা রজব আলী আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। এই কারণে গ্রামে তিনি অনেক প্রভাবশালী। তার রয়েছে তিন নাতি—রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পর দুই নাতির মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমকে নিয়েই সিনেমার কাহিনী।

সিনেমা মুক্তি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, হলে সিনেমা মুক্তি নিয়ে সব সময় একটা উত্তেজনা কাজ করে। এখানে যারা কাজ করেছেন, সবাই চমৎকার অভিনয় করেছেন। আমি পরিচালক হিসেবে খুবই খুশি। সিনেমাটি দেখে সেন্সর বোর্ড কর্তারা প্রশংসা করেছেন।হলে গিয়ে সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইলো।

চরকির পরিচালনা প্রধান রেদওয়ান রনি বলেন, এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা। সবাইকে হলে গিয়ে “গুণিন” দেখার আমন্ত্রণ।,

‘গুণিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

পূর্বপশ্চিম/এনজে

গুণিন,প্রেক্ষাগৃহ,মুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close