• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বলিউডে সুদর্শন হওয়াটাও সাফল্যের পথে বাধা: ডিনো মোরিয়া

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১৯:০৪ | আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:৫৪
বিনোদন ডেস্ক

বলিউডে সুদর্শন হওয়াটা অনেক সময় চাপে ফেলে দেয়, সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডিনো মোরিয়া।

পেয়ার মে কাভি কাভি ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ডিনো মোরিয়ার। প্রথম সফলতা আসে ২০০২ সালে ‘রাজ’ ছবির হাত ধরে। ইন্ডাস্ট্রিতে দু’দশক পার করলেও ছাপ ফেলতে পারেননি দর্শকের মনে। পৌঁছাতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে।

ক্যারিয়ার নিয়ে আক্ষেপ করে এই নায়ক বলেন, আমি সবসময় সুদর্শন চেহারার জন্যই প্রশংসা পেয়েছি। পরিচালকেরা আমাকে অন্য চোখে দেখার জন্য সাহস দেখান নি। অবাক লাগে যে, আমার এই চেহারার জন্য কিছু চরিত্রে আমাকে নেওয়া হয় না। কিন্তু আমি তো চাইলেই আমার চেহারা বদলে ফেলতে পারি না। অথচ মানুষ আমাকে এই চেহারা দিয়েই মাপেন। বলিউডে সুদর্শন হওয়া অনেক সময় চাপে ফেলে দেয়।

তিনি মনে করেন, বলিউডে হাতে গোনা ঠিক ১২ জন অভিনেতার উপর ভর করে ছবি তৈরি করা হয়। সংখ্যা বললেও সেই অভিনেতাদের নাম জানাননি বিপাশা বসুর এই প্রাক্তন প্রেমিক। ডিনোর কথায়, এদের মধ্যে কয়েকজন আছেন প্রেক্ষাগৃহে দর্শক টানেন। বাকিদের নেওয়া হয় লোক দেখাতে। ছবি ভাল হলে তা সফল হবেই। আশা করি, প্রযোজকেরা কে বা কারা অভিনয় করছেন সেটা না ভেবে ভালো গল্প নিয়ে ছবি তৈরির দিকে মন দেবেন। আমিও শ্রেষ্ঠ পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই।

পূর্বপশ্চিমবিডি/এনজে

বলিউড,ডিনো মোরিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close