• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

প্রযোজক সমিতির নির্বাচনে হিরো আলম

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১৪:৩৬ | আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪:৫৪
বিনোদন ডেস্ক

একাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। প্রায়ই তাকে রাজনীতির মাঠে দেখা যায়। এবার চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে নেতৃত্বশূন্য এ সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি।

হিরো আলম বলেন, আমি নিজের টাকা দিয়ে ৫টি সিনেমা বানিয়েছি। প্রযোজক সমিতির সদস্য হয়েছি। এবার আমি নির্বাচন করবো। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্র বানাতে চাই। এখন সকলের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, শুনেছি এবার প্রযোজক সমিতির নির্বাচনে দুইটা প্যানেল হবে। এখনও আমি দুই প্যানেলের কারো সঙ্গে কথা বলিনি। আমার ইচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। আমি একা একা পথ চলতে পারি। অনেকেই আমাকে ভালোবেসে এগিয়ে আসে, তাদের আমি সম্মান করি।

পুর্বপশ্চিমবিডি/এনজে

হিরো আলম,প্রযোজক সমিতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close