• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সমাজের তৈরি লিঙ্গ বিভাজনে বিশ্বাস নেই কঙ্কনার

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ২০:৪০
বিনোদন ডেস্ক

অপর্ণা সেনের মেয়ে পরিচয় থেকে অভিনয় দক্ষতা দিয়ে নিজের স্বতন্ত্র জায়গা করেছেন কঙ্কনা সেন শর্মা। তিনি নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। অভিনয় থেকে শুরু করে জীবন নিয়ে চিন্তা ভাবনা কিংবা সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে সবসময় তিনি আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজের তৈরি লিঙ্গবৈষম্য নিয়ে তার ভাবনার কথা জানান কঙ্কনা।

সম্পর্কিত খবর

    তিনি সমাজের তৈরি লিঙ্গ বিভাজনে বিশ্বাস রাখেন না। তারমতে লিঙ্গ পরিচয় নির্দিষ্ট কোনো ছকে বাঁধা হতে পারে না। আর তিনিও নিজেকে শুধুমাত্র একজন ‘নারী’ হিসেবে ভাবতে চান না। কঙ্কনার মধ্যে নারী এবং পুরুষ এই দুটি সত্তাই বিরাজমান।

    কঙ্কনা বলেন, লিঙ্গ পরিচয় নিয়ে মানুষের ভাবনাগুলো আসলে সমাজের তৈরি। সমাজের এই ছকেবাঁধা নিয়মে নিজেকে ফেলিতে পছন্দ করিনা আমি। এজন্য নারী চরিত্রে অভিনয় করতে গেলেও আমাকে আলাদা ভাবে প্রশিক্ষণ নিতে হয়।

    তিনি আরো বলেন, আমার পরিবারে সবসময় মুক্তচিন্তার চর্চা ছিল। আমার মা অপর্ণা সেন এবং বাবা মুকুল শর্মা আমাকে সেভাবেই বড় করেছেন। তাই গতানুগতিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে না পারার অভ্যাস আছে আমার। সমাজের তৈরি নানা নিয়ম কানুনে চলতে দমবন্ধ লাগে। আমি আমার বাবা মায়ের দেখানো পথেই ছেলেকে গড়ে তুলতে চাই। সবসময় খেয়াল রাখি ওর চিন্তা যেন উন্নত হয়।

    পূর্বপশ্চিম/এনজে/এসকে

    কঙ্কনা সেন শর্মা,লিঙ্গবৈষম্য
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close