• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ক্ষমা চাইলেন উইল স্মিথ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১৪:১০
বিনোদন ডেস্ক

অস্কার মঞ্চে দর্শক সারি থেকে উঠে গিয়ে সঞ্চালক ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। এমনকি নিজের আসনে ফিরে এসেও রককে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এরপর নিজের ভুল বুঝতে পেরে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সঞ্চালক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

উইল স্মিথ লেখেন, হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল। তাই প্রতিক্রিয়া জানিয়েছি। যা ঠিক হয়নি।

এই অভিনেতা আরও লেখেন, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং ভুল করেছি।

অনুষ্ঠান সঞ্চালনার সময় ক্রিস রক রসিকতা করে বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। ১৯৯৭ সালের সেই ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথায়ও চুল নেই। কিন্তু সেটি একটি অসুখের কারণে। যে অসুখের নাম ‘অ্যালোপেসিয়া’।

এ ইস্যুতেই রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে পড়েন এবং চড় মারেন ক্রিসকে। এরপর ‘কিং রিচার্ড’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার পান তিনি। সেই সময় নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন।

এ ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত সাংবাদিকেরা। শুরুতে ঘটনাটি সাজানো বলে মনে করলেও পরে সবাই বুঝে ফেলেন যে এটা পূর্বপরিকল্পিত নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

পূর্বপশ্চিমবিডি/এনজে

ক্রিস রক,অস্কার,উইল স্মিথ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close