• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইবেন এ আর রহমান

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১৮:১৮ | আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৮:২৭
বিনোদন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কনসার্ট ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ এ অংশগ্রহণ করতে ঢাকায় অবস্থান করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান। কনসার্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি নতুন দুটি গান গাইবেন তিনি।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পাঁচটা থেকে সাড়ে ছ'টা পর্যন্ত অনুষ্ঠানের প্রথম পর্বে গাইবেন মমতাজ ও মাইলস। এর পর উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত গান পরিবেশন করবেন এ আর রহমান। ২০০ শিল্পী নিয়ে গাইবেন এ শিল্পী এবং তার দল।

২৮ মার্চ ঢাকায় পৌঁছে মিরপুর স্টেডিয়ামে মহড়া করেছেন তিনি। সন্ধ্যা থেকে প্রায় মাঝরাত পর‌্যন্ত চলেছে এই মহড়া। মহড়ায় গেয়েছেন 'জয় হো' এর মতো নিজের বেশ কিছু জনপ্রিয় গান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা জুলফিকার রাসেলের লেখা গান দুটিও একাধিকবার গেয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আরো ছিলেন গীতিকবি জুলফিকার রাসেল, কণ্ঠশিল্পী টিনা রাসেল এবং প্রখ্যাত শিল্পী হরিহরণ।

তিনটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য ১ থেকে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একটি টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে অনুষ্ঠানটি।

পূর্বপশ্চিমবিডি/এনজে

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস,এ আর রহমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close