• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

গ্র্যামি জিতলেন পাকিস্তানি গায়িকা

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২২, ১৪:৫৮ | আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫:০৭
বিনোদন ডেস্ক

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামিতে কোনো পাকিস্তানি শিল্পীই পুরস্কার জেতেননি। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে প্রথমবারের মতো গ্র্যামি জিতলেন পাকিস্তানি সংগীত শিল্পী আরুজ আফতাব। ‘গ্লোবাল পারফরম্যান্স’ বিভাগে সেরা হয়ে পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার (৪ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় প্রদান করা হয়েছে গ্র্যামি পুরস্কার। এই আসরে সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি জিতেছেন মার্কিন সংগীত শিল্পী জন ব্যাটিস্ট।

সম্পর্কিত খবর

    বিখ্যাত মার্কিন সংস্থা ‘দ্য রেকর্ডিং অ্যাকাডেমি’ প্রতি বছর পৃথিবীর সেরা সংগীত শিল্পীদের হাতে গ্র্যামি তুলে দেয়। গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয়েছিল পুরস্কারটির ৬৪তম আসরের মনোনয়ন তালিকা। সেখানে জায়গা করেই আলোচনায় আসেন আরুজ আফতাব।

    গ্র্যামি জয়ের পর অনুভূতি প্রকাশ করে আরুজ আফতাব বলেন, আমার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। আমার তো এখনও মনে হচ্ছে এই ক্যাটাগরিটাই একটু কাণ্ডজ্ঞানহীন। আমার তো মনে হয় এটাকে ‘ইয়াচ পার্টি ক্যাটাগরি’ বলা উচিত। যাই হোক সকলকে ধন্যবাদ যারা আমাকে এই রেকর্ডিংটা করতে সাহায্য করেছেন। যারা শুনেছেন তাদেরও ধন্যবাদ এটাকে আপন করে নেওয়ার জন্য।

    সেরা গানের পুরস্কার পেয়েছে সিল্ক সনিক ব্যান্ডের ‘লিভ দ্য ডোর ওপেন’। সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পায় মার্কিন গায়ক ও গীতিকার ক্রিস স্ট্যাপলটনের ‘স্টার্টিং ওভার’। এছাড়া চিলড্রেন মিউজিক বিভাগে সেরা হয়েছে ‘আ কালারফুল ওয়ার্ল্ড’।

    আরুজ আফতাবের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে। তিনি বোস্টনের বার্কলি কলেজ অব মিউজিকে সংগীত উৎপাদন এবং প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছেন। গজল ও শাস্ত্রীয় সংগীতে পারদর্শী এই শিল্পী।

    পূর্বপশ্চিমবিডি/এনজে

    আরুজ আফতাব,গ্র্যামি পুরস্কার
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close