• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাজারের টাকা নেই, সিনেমা দেখবে কীভাবে: ওমর সানি

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২২, ২১:৪৮
বিনোদন ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুৎ বিভ্রাট আর তীব্র যানজটসহ বিবিধ সমস্যায় নাকাল রাজধানীবাসী। এই রমজানে যেন চলমান এই সমস্যাগুলো সবার জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

সমস্যাগুলো নিয়ে চিত্রনায়ক ওমর সানি বেজায় চিন্তিত। এ নিয়ে ফেসবুকে একটি লেখাও প্রকাশ করেছেন তিনি। শ্রীলঙ্কার বর্তমান সংকটের কথা উল্লেখ করে লেখার শিরোনাম করেছেন, ‘এ দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি?’

বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই কি শ্রীলঙ্কার দিকে যাচ্ছে— এমন প্রশ্ন করা হলে এই নায়ক শঙ্কা প্রকাশ করে বলেন, ‘অনেকেই এরকম উদাহরণ দিচ্ছেন। আল্লাহ না করুক, এমনটা যেন না হয়।’

ঢাকার যানজট নিয়েও উদ্বিগ্ন ওমর সানি। তিনি বলেন, ‘জ্যামের কারণে বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছি। এফডিসি থেকে আমার বাসায় যেতে লাগে পৌনে দুই ঘণ্টা। আবার মোহাম্মদপুর থেকে আসতে লাগে আড়াই ঘণ্টা। আমি যদি উত্তরা যাই, সেখান থেকে আসতে তিন-চার ঘণ্টা লেগে যায়।’

যানজট সমস্যার জন্য ওমর সানি দায়ী করলেন দুই সিটি কর্পোরেশনকে। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রধানমন্ত্রী তো আর ঘুরে ঘুরে এই সমস্যাগুলো দেখবেন না। এগুলো দেখবেন দুই মেয়র, তার সাথে দেখবেন দায়িত্বপ্রাপ্ত এমপি-মন্ত্রীরা। তারা হয়ত সমস্যাগুলো খেয়াল করছেন না। যাদের ওপর এসব দেখাশোনার দায়িত্ব রয়েছে অবশ্যই তারা ব্যর্থ।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বিরক্ত এই নায়ক। দেশের মানুষের সিনেমা বিমুখ হওয়ার কারণ হিসেবেও এই সমস্যাকে দায়ী করলেন তিনি। ওমর সানি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার নাভিশ্বাস উঠেছে। এরমধ্যে কীভাবে মানুষ আমাদের সিনেমা দেখবে? কয় টাকা আছে তাদের? তারা বাজার করবে নাকি ঘরভাড়া দেবে— সেই চিন্তায়ই ব্যাকুল। কিসের ঘোড়ার ডিমের আবার ছবি দেখবে?’

টিপ নিয়ে অন্য অনেকের মতো বিনোদন দুনিয়ার তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। এ নিয়ে কথা বলতে চান না দেশের জনপ্রিয় এই অভিনেতা। তবে তিনি মনে করেন, চলমান মৌলিক সমস্যাগুলোর সমাধানে মানুষের বেশি কথা বলা উচিত।

পূর্ব পশ্চিম/জেআর

ওমর সানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close