• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

গান নিয়ে প্রতারণার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২২, ১৭:১৭
বিনোদন ডেস্ক

হিরো আলম যখন যা করেন তা নিয়েই আলোচনা-সমালোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক, গান, সিনেমা, মিউজিক ভিডিও, রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। এবার আলোচিত এই ভাইরাল তারকার বিরুদ্ধে গান নিয়ে প্রতারণার অভিযোগে থানায় জিডি করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) কলাবাগান থানায় অভিযোগ করেছেন তারেক আজিজ নিশক। জিডি নম্বর ২৮৪।

অভিযোগকারী তারেক আজিজ নিশক জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৭ জুলাই কোপা-আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে ‘বন্ধন টিভি’র জন্য ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ ম্যাচের আগে মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান তৈরি করি এবং গানটি ‘বন্ধন টিভি’র ইউটিউব চ্যানেলে আপলোড করি। পরে বিবাদী মো. আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম গানটি অনুমতি ব্যতীত ‘হিরো আলম অফিসিয়াল’ এবং ‘হিরো আলম’ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন।

এরপর তাকে নিষেধ করলে অন্যায়ভাবে আমার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেন এবং ফোনে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন। ওই গানটি গাওয়ানোর জন্য গানের গীতিকার ও সুরকার ‘আকাশ নিবির’ এর মাধ্যমে হিরো আলমকে নগদ অর্থও পরিশোধ করা হয়েছে।

এদিকে এই জিডি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার সুনাম নষ্ট করতে একটি চক্র হঠাৎ করেই সক্রিয় হয়েছে। এর বেশি কিছু বলার নেই।

পূর্বপশ্চিমবিডি/এনজে

হিরো আলম,প্রতারণা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close