• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এমসিসির প্রেসিডেন্ট হলেন হলিউড অভিনেতা ফ্রাই

প্রকাশ:  ০৫ মে ২০২২, ২০:৪৬ | আপডেট : ০৫ মে ২০২২, ২০:৫০
বিনোদন ডেস্ক

অভিনেতা ও কমেডিয়ান স্টিফেন ফ্রাইকে ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এ দায়িত্বে কাজ শুরু করবেন তিনি।

এমসিসির ওয়েবসাইটে বিবৃতিতে ফ্রাই বলেন, এমসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি ভীষণ গর্বিত। এই ক্লাবটা বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতিনিধিত্ব করে। সেই ক্লাবের শীর্ষ পদে বসতে পারাটা আসলেই অসাধারণ।

জীবনের প্রায় পুরোটা সময় একনিষ্ঠ ক্রিকেটভক্ত হিসেবে থাকা ফ্রাই এমসিসি ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক। গতবছর এমসিসির কাউড্রে লেকচার দিয়েছিলেন তিনিই। এমসিসির বর্তমান প্রেসিডেন্ট ক্লেয়ার কনরই নতুন প্রেসিডেন্ট হিসেবে ফ্রাইকে মনোনীত করেছেন।

ক্লেয়ার কনরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই অসামান্য কাজের সুযোগ করে দেওয়ার জন্য ক্লেয়ারকে অশেষ ধন্যবাদ। (অক্টোবরে) আমার নিজের মেয়াদ শুরুর আগে তাকে তার কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মুখিয়ে রয়েছি আমি।

এরপর চার দশক ধরে নিজের অভিনয় দিয়ে ব্রিটেনের শীর্ষ সারির অভিনেতাদের একজন হয়েছেন স্টিফেন ফ্রাই। একাধারে তিনি লেখক, পরিচালক, সাংবাদিক, কবি, উপস্থাপক। তবে মানুষ তাকে সবচেয়ে বেশি জানে একজন কমেডিয়ান হিসেবে। সেই কমেডিয়ান এবার পরিচিত হতে চলেছেন এমসিসির প্রেসিডেন্ট হিসেবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অভিনেতা,হলিউড,এমসিসি,প্রেসিডেন্ট,স্টিফেন ফ্রাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close