• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অভিনেতা চপল আহমেদের পথচলা

প্রকাশ:  ০৬ মে ২০২২, ১৬:৪৬
বিনোদন প্রতিবেদক

চপল আহমেদের অভিনয়ে পথচলা শুরু হয় থিয়েটারের মাধ্যমে। পরে ছোটপর্দার নাটকসহ অসংখ্য ডকুড্রামায় অভিনয় করেন। বর্তমানে তিনি উত্তরীও থিয়েটাররে মঞ্চ নাটক ‘হ্যাং টিং ডেথ’ ও ‘ডানা ভাঙ্গা পরী’ নাটকে কাজ করে যাচ্ছেন ।

মিডিয়া প্রোডাকশন গ্রীনফ্রেমের অনেক কাজের সঙ্গেই জড়িত চপল আহমেদ। অভিনয় করেছেন হেলেন কিলার বাংলাদেশের ৬ পর্বের নাটকে। বাংলাদেশ সরকার ও ইউএনডিপির যৌথ প্রযোজনায় নির্মিত ড্রামা ‘বাড়ির কাছে গ্রাম আদালত’ ও ‘গ্রাম আদালত প্রকল্প’ তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

পাশাপাশি অভিনয় করেছেন আনোয়ার সিমেন্টের সচেতনামূলক ড্রামা ‘শিখিয়া বানাও বাড়ি, বানায়ে শিখিও না’, ইউএনএফপি‘র সচেতনামূলক ডকু ড্রামা ও ডকুমেন্টারি ফর রোহিঙ্গা’, কমিউনিকেশন প্রোগ্রামের জন্য ‘ওয়েব সিরিজ ফর জনস হপকিনস্ বাংলাদেশ’-এ।

চপল আহমেদ আরও অভিনয় করেছেন মহিলা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন প্রোগ্রাম ফর প্লান ইন্টারন্যাশল, বাংলাদেশের ১০টি নাটিকায়, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য নির্মিত ৩টি ডকু ড্রামা ও একটি ভিডিও ডকুমেন্টরি এবং গেইন ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য পুষ্টি ও ‍কর্মশক্তির উপর নির্মিত ৫টি নাটিকায়।

এছাড়াও তিনি গ্রামীফোন, রবি ও বাংলালিংক এর বিভিন্ন টিভিসিতে অভিনয় করেছেন।

পূর্বপশ্চিম- এনই

অভিনেতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close