• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উদ্বোধন হলো বব ডিলান জাদুঘর

প্রকাশ:  ১৩ মে ২০২২, ১৬:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বের একমাত্র গীতিকবি হিসেবে সাহিত্যে নোবেল জয়ী কিংবদন্তি বব ডিলানের নামে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার দ্বিতীয় বৃহত্তম শহর তুলসাতে উদ্বোধন করা হয়েছে একটি জাদুঘর।কিংবদন্তি এই গায়ক ও গীতিকারের কাজ সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য বব ডিলান জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিন তলা বিশিষ্ট জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শকরা নতুন অভিজ্ঞতা পান। এর মাধ্যমে ডিলানের কর্মজীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জানা যাবে।

তুলসার এই জাদুঘরে এক লাখেরও বেশি সংগ্রহ রয়েছে। এর মধ্যে রয়েছে ডিলানের হাতে লেখা কিছু গানের কথা, পূর্বে অপ্রকাশিত রেকর্ডিং, ফটোগ্রাফ, চলচ্চিত্র এবং শিল্পকর্ম।

২০১৬ সালে জর্জ কায়সার ফ্যামিলি ফাউন্ডেশন (জিকেএফএফ) ডিলানের সঙ্গে সম্পর্কিত ছবি, নথি এবং রেকর্ডিং কিনে নেয়। এসব আর্কাইভের মূল্য আনুমানিক ৬০ মিলিয়ন ডলার। তখন অনেকে বিস্মিত হয়েছিলেন, কেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী পরিবার ডিলানের আর্কাইভের এত বড় অংশ কিনে নিল।

পরবর্তীকালে জিকেএফএফ ঘোষণা করে, আর্কাইভের একটি বড় অংশ বব ডিলান জাদুঘরে প্রদর্শিত হবে। একই সঙ্গে যারা সাধারণ দর্শক ডিলানের অনেক কাজ সম্পর্কে জানেন না এবং যারা সত্যিকারের ভক্ত- উভয়ের জন্য একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছে জিকেএফএফ।

আগামী ২৪ মে ডিলানের বয়স হবে ৮১ বছর। তিনি ১৯৬০ এর দশকে গান গাইতে শুরু করেন এবং বিশ্বব্যাপী ১২৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।

পূর্বপশ্চিম- এনই

বব ডিলান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close