• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নতুন উচ্চতায় বাঁধন

প্রকাশ:  ০৩ জুলাই ২০২২, ১৬:০৫
বিনোদন ডেস্ক

বিরতি থেকে ফিরে এসে ‘রেহানা মারিয়াম নূর’ সিনেমা দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলচ্চিত্রটিও কোনো কার্পণ্য করেনি তার বেলায়। প্রশংসা ও পুরস্কারে ভরিয়ে দিয়েছে তার ঝুলি। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি অর্জন।

সম্প্রতি স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভে’র ৩৭ তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সিনেমাটি। সেইসঙ্গে বাঁধনও জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন বাঁধন নিজেই।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাঁধন লিখেছেন, ‘সিনেমা জোভে আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ড আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

সিনেমাটির জন্য এর আগেও বেশকিছু পুরস্কার এসেছে বাঁধনের ঝুলিতে। এগুলো হলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রীর পুরস্কার এবং কেরালার চলচ্চিত্র উৎসবের বিশেষ সম্মান।

‘রেহানা মারিয়াম নূরে’র হাত ধরেই বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার নতুন যাত্রা শুরু হয়। ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। তবে পুরস্কার ভাগ্যে না জুটলেও প্রিমিয়ারে বেশ প্রশংসিতও হয়েছিল ছবিটি।

পূর্বপশ্চিম/ম

বাঁধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close