• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

রণবীরের সিনেমায় ব্যবহার হবে ৪০০ ফুট ট্রেন

প্রকাশ:  ২০ জুলাই ২০২২, ১১:২৫ | আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:২৮
বিনোদন ডেস্ক

WhatsAppMessengerCopy Link

রণবীরের সিনেমার জন্য ৪০০ ফুট ট্রেন তৈরি

বলিউড অভিনেতা রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শমসেরা’। করন মালহোত্রা পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন রণবীর। আগামী ২২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা।

সিনেমাটির প্লট ১৮ শতাব্দীর। একটি ডাকাত সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য লড়াই করে। সেই প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে প্রয়োজনীয় সবরকম আয়োজনই করেছিলেন পরিচালক। এমনকী ৪০০ ফুট লম্বা একটি ট্রেনও তৈরি করেছিলেন তারা।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা করন মালহোত্রা বলেন, ‘সিনেমাটিতে ট্রেনে অ্যাকশন দৃশ্য রয়েছে। কিন্তু ১৮ শতাব্দীর ট্রেন পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছিল। তারপর প্রায় ৪০০ ফুট লম্বা একটি ট্রেন তৈরি করার সিদ্ধান্ত নিই। ট্রেনটি তৈরি করা কঠিন ছিল। দায়িত্বের সঙ্গে দারুণভাবে কাজটি করার জন্য প্রোডাকশন ডিজাইন সংশ্লিষ্ট ও প্রযোজনা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই।’

করন মালহোত্রা বলেন, ‘ট্রেনটি তৈরি করতে এক মাস সময় লেগেছিল। বড় আকারের এই অ্যাকশন দৃশ্যের শুটিং এই ট্রেনে এক টেকে করেছি। দৃশ্যটি পর্দায় কেমন লাগে তা দেখার অপেক্ষা রয়েছি।’

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। নাম ভূমিকার পাশাপাশি বালি চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বাণী কাপুর, রনিত রায়, ত্রিধা চৌধুরী প্রমুখ। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

পূর্বপশ্চিমবিডি/এআই

রণবীর কাপুর,নতুন সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close