• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

নাট্যকর্মী নিচ্ছে থিয়েটার আর্ট

প্রকাশ:  ৩০ জুলাই ২০২২, ১৭:৩৮ | আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৭:৪৯
বিনোদন প্রতিবেদক
থিয়েটার আর্টের নতুন নাটক ‘মাধব মালঞ্চী’

দেশের শীর্ষ সারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট নতুন নাট্যকর্মী নিচ্ছে। যারা নিয়মিত থিয়েটার করতে চানা তারা যোগাযোগ করতে পারেন।

নাট্যকর্মী সংগ্রহ প্রসঙ্গে থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়কারী কামরুজ্জামান মিল্লাত বলেন, থিয়েটার সব সময় তরুণদের মাঝে বেঁচে থাকে। তাই আমরা প্রতি বছর নাট্যকর্মী সংগ্রহের মধ্য দিয়ে তরুণদের থিয়েটারের সাথে সম্পৃক্ত করতে চাই। আমরা থিয়েটার আর্ট ইউনিটকে তারণ্য নির্ভর দল হিসেবে দেখতে চাই। এস এম সোলায়মান কিছু তরুণ নাট্যকর্মী নিয়ে থিয়েটার আর্ট ইউনিটের নাট্য কার্যক্রম শুরু করেছিলেন। সেই তরুণরাই থিয়েটার আর্ট ইউনিটকে দেশের প্রথম সারির নাট্যদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই থিয়েটার আর্ট ইউনিটের এগিয়ে চলায় আমরা সব সময় তরুণদের সম্পৃক্ততা চাই।

তিন দশকের নাট্যচর্চায় থিয়েটার ইউনিট মঞ্চে এনেছে ৩৬টি প্রযোজনা। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোর্ট মার্শাল, আমিনা সুন্দরী, গোলাপজান, সময়ের প্রয়োজনে, শেষের কবিতা, মগজ সমাচার, বার্থ ফ্যান্টাসী, তৃনপর্ণে শালমঞ্জুরী, খ্যাপা পাগলার প্যাচাল অন্যতম। সম্প্রতি দলটি মঞ্চে এনেছে নতুন নাটক ‘মাধব মালঞ্চী’। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

থিয়েটার আর্ট ইউনিটে নাট্যকর্মী হয়ার আবেদন ফরম পাওয়া যাচ্ছে থিয়েটার কর্নার (বেইলি রোড) এবং চিলেকোঠা (জাতীয় নাট্যশালা)। আবেদন করার শেষ তারিখ ১৫ আগস্ট। বিস্তারিত জানতে ফোন করতে হবে ০১৭১৫-৯৯৮০৬১/ ০১৯৭৬-৭৫৮৪৭২ নম্বরে।

এছাড়াও অনলাইনেও আবেনদন করা যাবে। আবেদনের লিংক- https://forms.gle/nNMPWwshZnHMui3a6

দলীয় সূত্রে জানা গেছে, আবেদনকারীদেরকে নাট্য কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দলের নিয়মিত কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে।

পূর্বপশ্চিম- এনই

থিয়েটার আর্ট ইউনিট,থিয়েটার আর্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close