• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছবি করতে সাহস পাচ্ছেন না শাহরুখও!

প্রকাশ:  ৩১ আগস্ট ২০২২, ১৭:০৭
বিনোদন ডেস্ক

২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর প্রায় চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ খান। তবে ২০২৩ সালে একই বছরে তিনটি সিনেমা দিয়ে আবারো রূপালী পর্দায় ফিরবেন বলিউড বাদশাহ। ইতোমধ্যে তার হাতে থাকা ছবিগুলোর শুটিংও প্রায় শেষ পর্যায়ে।

হাতে থাকা ছবিগুলোর কাজ শেষ করে পরবর্তী সিনেমা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন শাহরুখ। তারই পরিপ্রেক্ষিতে শাহরুখকে ‘ডন ৩’ সিনেমায় কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্য সংক্রান্ত কারণে আপাতত সেই ছবিতে কাজ করতে আগ্রহী নন ৫৭ বছর বয়সী অভিনেতা।

এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। ‘ডন ৩’ বলিউড ইতিহাসের বহুল প্রত্যাশিত সিকুয়েলগুলোর মধ্যে অন্যতম। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম চলচ্চিত্র ‘ডন’। পরবর্তীতে ২০১১ সালে মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘ডন ২’। নাম ভূমিকায় অ্যান্টি হিরো চরিত্রে শাহরুখের নজরকাড়া অভিনয়, দুর্দান্ত চিত্রনাট্য এবং ধুন্দুমার অ্যাকশনের বদৌলতে দুটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের দেখা পেয়েছিল।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন ২’ সিনেমাটির শেষদিকেই এ সিরিজের তৃতীয় কিস্তি আসার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরপর থেকে দর্শকরাও আরেকবার ডন ভুমিকায় শাহরুখকে দেখার অপেক্ষায় ছিল। তবে অনেকদিন পেরিয়ে গেলেও ‘ডন ৩’ সিনেমা নিয়ে কোনো ঘোষণা আসেনি।

তবে সর্বশেষ কিস্তি মুক্তির এক দশকেরও বেশি সময় পর অবশেষে ‘ডন ৩’ সিনেমার কাজে হাত দিয়েছেন ফারহান আখতার। ডন সিরিজের আগের দুই পর্বে পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। ‘ডন ৩’ সিনেমার চিত্রনাট্য নিয়েও শাহরুখের কাছে গিয়েছিলেন ফারহান। কিন্তু চিত্রনাট্য মনোঃপুত না হওয়ায় আপাতত সিনেমাটিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, ‘ডন ৩’ সিনেমার চিত্রনাট্য যে শাহরুখের পছন্দ হয়নি, তা নয়। তবে সিনেমাটির চিত্রনাট্য শাহরুখকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। দুর্বল চিত্রনাট্যের কারণে শাহরুখের সর্বশেষ কয়েকটি ছবি ব্যর্থতার মুখ দেখেছে। তাই ছবির চিত্রনাট্য নিয়ে বেশ সতর্ক কিং খান। এ কারণেই চিত্রনাট্য সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ‘ডন ৩’ সিনেমার কাজে হাত দিতে অনিচ্ছুক শাহরুখ। তবে প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানে এই নয় যে ডনের ভূমিকায় শাহরুখকে আর দেখা যাবে না। বর্তমান প্রজন্মের কাছে ডন মানেই শাহরুখ। তাই ডনের ভূমিকায় শাহরুখ ব্যতিত অন্য কাউকে চিন্তাও করছেন না ফারহান আখতার। তাই আবার চিত্রনাট্য পরিমার্জনের কাজে হাত দিয়েছেন তিনি।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে শাহরুখ খানের পরবর্তী চলচ্চিত্র ‘পাঠান’। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রয়োজন সংস্থা যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে মুক্তি পেতে যাচ্ছে পাঠান। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও ছবিটি মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ চলচ্চিত্রে শাহরুখের সাথে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকেও।

আগামী বছরের ২ জুন মুক্তি পাবে শাহরুখ খানের ক্যারিয়ারের সর্বপ্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জাওয়ান’। পরিচালনা করবেন ভারতীয় দক্ষিণি ছবির খ্যাতনামা নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে থাকবেন ভারতীয় দক্ষিণি ছবির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। প্যান ইন্ডিয়ান বলে স্বভাবতই একাধিক ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

আগামী বছরটি যেমন শাহরুখের হাত ধরে শুরু হতে যাচ্ছে, তেমনি বিদায়ও নেবে তার মাধ্যমে। ২০২৩ সালের শেষদিকে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত আরেক চলচ্চিত্র ‘ডাংকি’। ছবিটি নির্মাণ করবেন বলিউডের অন্যতম সফল পরিচালক রাজকুমার হিরানী। ড্রামা ঘরানার এ চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর।

পূর্বপশ্চিমবিডি/এআই

বলিউড,শাহরুখ খান,সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close