• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘বিউটি সার্কাস’র বিউটি নারী শক্তির প্রতীক: দীপু মনি

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২২, ১৫:৪৬
বিনোদন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বিউটি সার্কাস’র বিউটি নারী শক্তির প্রতীক, সাহসের প্রতীক এবং আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনারও প্রতীক।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মাহমুদ দিদার নির্মিত চলচ্চিত্রটি দেখেন তিনি। সিনেমাটি দেখার পর সাংবাদিকদের কাছে চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেন দীপু মনি।

তিনি বলেন, “বিউটি সার্কাস’ রুদ্ধশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা।

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার সবচাইতে বড় শিকার হয় নারী এবং বিউটি সার্কাসে প্রতিবাদী যে চরিত্রটি সেটিও নারী। ‘বিউটি সার্কাস’ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা উল্লেখযোগ্য প্রতিবাদ।

এ সময় চলচ্চিত্রটির পরিচালক মাহমুদ দিদার, চিত্রনায়ক ফেরদৌস, বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানসহ চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এদিকে চলচ্চিত্রটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে প্রেক্ষাগৃহ থেকে পেল ছুটি। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে এক সপ্তাহ বিরতিতে ফের প্রেক্ষাগৃহে দেখা যাবে চলচ্চিত্রটি।

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত চলচ্চিত্রটি গত ২৩ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পায়।

সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প ‘বিউটি সার্কাস’। সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ অনেকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শিক্ষামন্ত্রী,ডা. দীপু মনি,এমপি,বিউটি সার্কাস,নারী,শক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close