• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১২:১০
বিনোদন ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে প্রবীণ এ শিল্পীর বয়স হয়েছিলো ৮৯ বছর।

সোমবার (২ জানুয়ারি) সুমিত্রা সেনকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনেন দুই মেয়ে শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে মারা যান।

মেয়ে ইন্দ্রাণী সেন জানান, সোমবারও তাকে দেখতে বাড়িতে আসেন অনেকেই। তিনি চিনতেও পারছিলেন।

শিল্পীর আরেক মেয়ে সংগীতশিল্পী শ্রাবণী সেন নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদটি সবাইকে জানিয়েছেন। জানা গেছে, আজই কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৭ মার্চ সুমিত্রা সেনের জন্ম। তিনি ধীরে ধীরে রবীন্দ্রসংগীতের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তার গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাদের কাছে আজও প্রিয়।

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সুমিত্রা সেন,রবীন্দ্রসংগীত,শিল্পী,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close