• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হিন্দি সিনেমা আনলে চলচ্চিত্র শিল্প মুখ থুবড়ে পড়বে: জাহেদ খান

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:৪৯
বিনোদন ডেস্ক

হিন্দি সিনেমা আনলে দেশের চলচ্চিত্র শিল্প মুখ থুবড়ে পড়বে বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশের একটি গণমাধ্যমে তিনি এ কথা জানান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমাদের সিনেমা কেবল গুটি গুটি পা পা করে আগাচ্ছে। পরাণ, হাওয়ার মতো সিনেমাগুলো নতুন প্রজন্মের দর্শকদের হলে টানছে। এ অবস্থায় হিন্দি ছবি মুক্তি দিলে দেশের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, নেপাল পরীক্ষামূলকভাবে হিন্দি ছবি মুক্তি দিয়েছিলো। তারপর তাদের সিনেমা দর্শক হারিয়েছিলো। পরে বাধ্য হয়ে হিন্দি ছবি বন্ধ করতে হয়েছে। আমাদের অবস্থাও হবে নেপালের মতো। চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার শিল্পী বেকার হয়ে যাবে।

জায়েদ খান বলেন, ওদের বড় ইন্ডাস্ট্রি। একশ কোটি টাকা বাজেটে সিনেমা বানায়। আমাদের সিনেমার বাজেট থাকে এক কোটি টাকা। এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ কোটির সাথে পাল্লা দিয়ে টিকতে পারবে না। বাংলা ছবি তখন কেউ দেখবে না।

তিনি বলেন, ডিশের সহজলভ্যতার কারণে টেলিভিশনের বাজার পুরোপুরি ভারতীয় সিরিয়ালের দখলে চলে গেছে। হিন্দি ছবি দেশে আনলে হলের বাজারও ওদের দখলে চলে যাবে। আমাদের শিল্পীরা কাজ পাবে না। না খেয়ে মরবে। সে অবস্থা আমি কোনোভাবেই দেখতে চাই না। ফলে শুরু থেকে যেমন হিন্দি ছবি আনার বিরুদ্ধে ছিলাম, এখনো বিরুদ্ধেই আছি। আমি কোনোভাবেই হিন্দি ছবি আনার পক্ষে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চিত্রনায়ক,জায়েদ খান,শিল্প,হিন্দি,সিনেমা,চলচ্চিত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close