• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২০ দিনে জওয়ানের আয় ১৩৪৩ কোটি

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১
নিজস্ব প্রতিবেদক

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে ‘জওয়ান’।

অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির জয়রথ চলছে ৬০০ কোটি রুপি ক্লাবের দিকে। সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমলেও বিশ্বব্যাপী সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

সম্পর্কিত খবর

    বলি মুভি রিভিউজ জানিয়েছে, ২০তম দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) সিনেমাটির মোট আয় ৫৭৩.৬৫ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১১.৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৪৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

    ‘জওয়ান’ সিনেমায় বাবা-ছেলে অর্থাৎ আজাদ রাঠোর এবং বিক্রম রাঠোর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। নয়নতারাকে দেখা গিয়েছে আজাদের স্ত্রী নর্মদা রাই রাঠোরের চরিত্রে। বিক্রমের স্ত্রী ঐশ্বর্য রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে খলনায়ক কালি গায়কোয়াড় চরিত্র রূপায়ন করেছেন বিজয় সেতুপাতি।

    এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, সুনীল গ্রোভার, গিরিজা প্রমুখ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close