• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

দেশের ৪৫ প্রেক্ষাগৃহে মিম-জিতের ‘মানুষ’

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০৮ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩
বিনোদন ডেস্ক

বাংলাদেশের ৪৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিম-জিতের ‘মানুষ’। শুক্রবার (১৫ ডিসেম্বর) সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এর আগে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ সিনেমাটি ভারতে মুক্তি পায় গত ২৪ নভেম্বর। ভারতের সঙ্গে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়।

কো-ডিস্ট্রিবিউটর অন্তু করিম বলেন, আজ থেকে সারা দেশের ৪৫ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘মানুষ’।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

এ বিষয়ে সঞ্জয় সমদ্দার বলেন, আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। এর আগে ‘মানুষ’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলো জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি। এবার জাজ মাল্টিমিডিয়া নয়, ছবিটি এনেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

‘মানুষ’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার জিৎ; রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও।

অভিনয়ে আরো আছেন কলকাতার জিতু কমল, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। ‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রেক্ষাগৃহ,দেশ,মানুষ,মুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close