• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওস্তাদ রশিদ খানের চিরবিদায়

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:২০
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (৯ জানুয়ারি) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তবে বাঁচানো গেল না এই শিল্পীকে।

ওসতাদ রশিদ খানের অসুস্থতার খবরে দুপুরেই তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, “চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলবো।”

এরপর চিকিৎসক রশিদ খানতে মৃত ঘোষণা করে বলেন, “এতদিন হাসপাতালে থাকার কারণে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনেও নেওয়া হয়। কিন্তু ফিরিয়ে আনতে পারিনি। ৩টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।”

১৯৬৮ সালের ১ জুলাই ভারতের উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

বিনোদন,ভারত,সঙ্গীত,কণ্ঠশিল্পী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close