• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘ফেরারি আসামি’ হয়ে অর্ধযুগ পর পর্দায় আসছেন জায়েদ খান

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

দীর্ঘ ছয় বছর পর মুক্তি পাচ্ছে ঢাকাই শোবিজের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সিনেমা। “সোনার চর” নামের সিনেমাটি শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা জাহিদ হোসেন।

বুধবার (১৭ জানুয়ারি) সিনেমাটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। জায়েদ খান অভিনীত শেষ সিনেমা “অন্তরজ্বালা” মুক্তি পায় ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। তারপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এই চিত্রনায়কের।

সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বলেন, “সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছিল। খুশির খবর হলো ছবিটি সেন্সর পেয়েছে। আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটি মুক্তি পাবে।”

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে “সোনার চর”।

এই সিনেমায় জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী।

সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন,পাপিয়া মাহি।

বিনোদন,অভিনেতা,চলচ্চিত্র,জায়েদ খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close