• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

রাজনীতিতে নাম লেখাচ্ছেন থালাপতি বিজয়

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:৫০
পূর্বপশ্চিম ডেস্ক

দক্ষিণী তারকাদের নিজেদের রাজনৈতিক দল গঠনের ঘটনা নতুন নয়। এর আগেও এনটি রামারাও, জয়ললিতা, রজনীকান্ত, কমল হাসান, পবন কল্যাণরা রাজনীতির ময়দানে নেমেছিলেন নিজেদের দল খুলে। আর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, এর মধ্যে প্রায় ২০০ কর্মীকে সঙ্গে নিয়ে রেজিস্ট্রেশনের জন্য বৈঠক করেছেন বিজয়। তিনি নিজেই হবেন এই দলের সভাপতি। তবে এখনও পর্যন্ত দলের নাম ঠিক করেননি দক্ষিণী তারকা।

এর আগেও সিনেমার প্রচারসহ বিভিন্ন সময়ে রাজনীতি নিয়েও কথা বলতে দেখা গেছে থালাপতি বিজয়কে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শিগগিরই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন তিনি। অনেকে এমনও বলছেন যে, চলতি বছরের লোকসভা নির্বাচনেই রাজনীতিতে হাতেখড়ি হবে বিজয়ের।

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিজয়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তার রাজনীতিতে আসা নিয়ে জোরালো হয় আলোচনা। তামিলনাড়ুতে শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে মত দেন অভিনেতা। তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।

তবে এই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবরে একদিকে খুশি তার অনুরাগীরা। অন্যদিকে, তাদের মনও খারাপ; কারণ, বড় পর্দায় আর দেখতে পাবেন না বিজয়কে। যদিও এ প্রসঙ্গে অভিনেতার তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শোনা যাচ্ছে যে, আপাতত তিন-চার বছরের বিরতি নিতে চলেছেন তিনি।

ভারত,দক্ষিণ ভারতীয় সিনেমা,চলচ্চিত্র,অভিনেতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close