• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাড়িতেই অজগর পুষছেন সৃজিত-মিথিলা

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা। এই দম্পতিকে কে না চেনে। তাদের নিয়ে এত আলোচনা হয়েছে যে, নতুন তথ্য এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড় করে নেটিজেনরা।

আবারও আলোচনায় এই দম্পতি। তবে এবারের ইস্যু একটু ভিন্ন। জানা গেছে সুদূর কলম্বিয়া থেকে একটি অজগর এনেছেন পরিচালক সৃজিত। তবে তা শুটিংয়ের জন্য নয়। নিজের বাড়িতে পোষার জন্য। নাম রেখেছেন উলুপী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সমাজিক মাধ্যমে নিজেই নতুন অতিথির কথা জানিয়েছেন। লিখেছেন, উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।

এখন প্রশ্ন সত্যিই এই পোষ্য বাড়িতে আনার পর তাদের জীবন বদলে যায় কি না। সৃজিতের প্রতিবেশীরা কোন আপত্তি জানান কি না! কারণ, সাপুড়ের ঝুলিতে সাপ থাকা আর কারও বাড়িতে সাপ পোষা এক বিষয় নয়।

ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী সাপ ধরা, মারা বা সাপের শরীরের কোনো অংশ দিয়ে তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধও বটে। তবে বিদেশ থেকে যদি এমন পশু আমদানি করা হয়, সে ক্ষেত্রে রাজ্য বন দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। সে ক্ষেত্রে চিন্তার কিছু নেই, যাবতীয় অনুমতি নিয়েই বাড়িতে সাপটি বাড়িতে এনেছেন তিনি।

সৃজিত মুখোপাধ্যায়,রাফিয়াত রশিদ মিথিলা,পাইথন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close