• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এক বছর ধরে জেলে কলকাতার নায়ক তাপস পাল

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৪
বিনোদন ডেস্ক

ভারতে বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে করা মামলায় গত বছর গ্রেফতার হন কলকাতার জনপ্রিয় নায়ক তাপস পাল। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর চার ঘণ্টা জেরার পরে তাপসকে গ্রেফতার করা হয়। এক বছর পার হয়ে গেলেও মুক্ত হতে পারেননি তৃণমূলের এই সাংসদ।

খাতায়-কলমে জেলে থাকলেও আপাতত তাপস পাল ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি। তাপসের আইনজীবী মিলন কানুনগো জানান, কটক হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে রায় দেবেন বিচারপতি।

সম্পর্কিত খবর

    একই অভিযোগে গ্রেফতার হওয়া অনেকে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে সিবিআই বলেছে, অন্যদের কেউ অবৈধ লগ্নি সংস্থার ডিরেক্টর ছিলেন না। তাপস সাংসদ হয়েও রোজ ভ্যালির ডিরেক্টর হিসেবে নিয়মিত বেতন পেতেন। সাংসদ প্যাডে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের অন্যান্য লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ করলেও রোজ ভ্যালির নাম করেননি। উল্টো সাংসদ-পদ ব্যবহার করে রোজ ভ্যালিকে নানান সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন। রাজনৈতিক নেতাদের সঙ্গে রোজ ভ্যালির যোগাযোগের মাধ্যম ছিলেন তাপস। এমন এক প্রভাবশালী ব্যক্তিকে মুক্তি দিলে তিনি বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close