Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ১০ মাঘ ১৪২৫
  • ||

এলো শাহতাজের সেই বিয়ের ভিডিও

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০১৯, ১৬:১৯
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon
ছবি: সংগৃহীত।

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেমের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ভক্ত মহলে চলছিল তাঁর বিয়ের গুঞ্জন।

গত মাসের শেষের দিকে তার ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি বলেন,‘একটা সিক্রেট বলব? দারুণ একটা বিয়ে হতে যাচ্ছে। সম্ভবত এ বছরের সেরা বিয়ে! আর শুনেছি দাওয়াতে থাকবে পুরো দেশবাসী। কীভাবে সাজব, কী পরব-এগুলো নিয়ে অনেক টেনশনে আছি। ভেন্যু আর টাইম ঠিক সময় মতো জানানো হবে। শুধু আমার সাথেই থাকুন।’

এরপর গত ৮ জানুয়ারি ফেসবুকে পেজে আরেকটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনাদের সবার কি মনে আছে সেই বিশেষ বিয়ের কথা, আমার অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন সবাই, ১০ই জানুয়ারি ৭ টায়।’

অবশেষে তিনি তাঁর কথা রেখেছেন। ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, অপেক্ষা শেষ! এই সেই বিয়ে!!

তিনি আরও লিখেছেন, বিয়ে মানেই আনন্দ! কিন্তু অসময়ে বিয়ের কারণে যাদের স্বপ্নগুলো অকালে মরে যায়, তাদের কথা কখনও ভেবেছেন? আমার আপনার পাশেও থাকতে পারে এমন বিবাহিত কিশোরী। আসুন ওদের পরিস্থিতি বুঝে পাশে দাড়াই। ওদেরকে নতুন করে স্বপ্ন দেখাই।

পিবিডি/ হাসনাত

শাহতাজ,বিয়ে
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত