Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized text‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’খ্যাত কণ্ঠশিল্পী আকবর রক্তনালীতে ইনফেকশন, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছেন।
শিল্পী আকবর জানান, অসুখের শেষ নেই। দুদিন ধরে শরীর নাড়াতে পারছি না। ব্যথায় মরে যাচ্ছি।
প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার গল্প সবখানেই শুনি। শিল্পীদের পাশে দাঁড়ান তিনি। আমার তো এমন কেউ নেই যে তার কাছে নিয়ে যাবে। আমি সুস্থ হতে চাই। আবারও গান করতে চাই।
জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদির সৃষ্টি কণ্ঠশিল্পী আকবর। নন্দিত সংগীতশিল্পী কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি ইত্যাদির মঞ্চে গেয়ে তারকা বনে যান আকবর।
পিবিডি/ ইকা