• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলা সিনেমার শ্রেষ্ঠ প্রেমের গানগুলো

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক

ভালোবাসার মিষ্টি মধুর অনুভূতি নিয়ে বাংলা চলচ্চিত্র অসংখ্য গান উপহার দিয়েছে। গুণী শিল্পীদের গাওয়া ভালোবাসার সেসব গান থেকে শ্রেষ্ঠ গানগুলোর তালিকা তুলে ধরা হল পাঠকদের জন্য।

আমার বুকের মধ্যখানে

মন যেখানে হূদয় যেখানে... (নয়নের আলো),

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে মিশে গেছে... (ঘুড্ডি),

এই বুকে বইছে যমুনা ... (প্রেমের তাজমহল),

কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে

আমার হয়েছে কোনটা... (ব্যাচেলর),

প্রেমি ও প্রেমি, দেখা দাও তুমি... (মনের মাঝে তুমি),

তুমি যে আমার কবিতা

আমারও গানের রাগিনী... (দর্পচূর্ণ),

পড়ে না চোখের পলক

কি তোমার রূপের ঝলক... (প্রাণের চেয়ে প্রিয়),

আমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে... (দুই জীবন),

ভালোবাসবো বাসবোরে বন্ধু তোমায় যতনে ....( হূদয়ের কথা),

প্রেমের দরোজা খোলো না

কাল কি হবে জানি না... (মিন্টু আমার নাম),

এক যে ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ... (শ্রাবণ মেঘের দিন),

সব সখীরে পার করিতে

নেব আনা আনা... (সুজন সখী),

আমার গরুর গাড়িতে

বউ সাজিয়ে... (আঁখি মিলন),

বাহির বলে দূরে থাকুক

ভিতর বলে আসুক না... (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার),

চুপি চুপি বলো কেউ জেনে যাবে

জেনে যাবে কেউ... (নিশান),

এখন তো সময় ভালোবাসার

এ দুটি হূদয় কাছে আসার... (কেয়ামত থেকে কেয়ামত),

কত যে তোমাকে বেসেছি ভালো

সে কথা তুমি যদি জানতে... (উসিলা),

তোমাকে দেখলে একবার

মরিতে পারি শতবার (চাঁদনী রাতে),

নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে... (মনপুরা),

এখানে দুজনে নির্জনে

সাজাব প্রেমের পৃথিবী... (অন্তরে অন্তরে),

আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই... (এইতো প্রেম),

তুমি আমার মনের মাঝি

আমার পরাণ পাখি... (ঝিনুকমালা),

চোখ যে মনের কথা বলে

চোখের সে ভাষা... (যে আগুনে পুড়ি),

এ কি সোনার আলোয়

জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু... (মনের মতো বউ),

জীবনও আঁধারে পেয়েছি তোমারে

চিরদিন কাছে থেকো বন্ধু... (পুত্রবধূ)।

পিবিডি/ ইকা

প্রেমের গান,বাংলা সিনেমা,গান,ভালোবাসা দিবস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close