• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন দেশে ‘নিষিদ্ধ’ জ্যাকসন

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৯, ১৬:০৬
বিনোদন ডেস্ক

দুনিয়া কাঁপানো সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের গান পরিবেশন ‘নিষিদ্ধ’ হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের রেডিও স্টেশনে। তার বিরুদ্ধে ‘ভয়ঙ্কর’ যৌন হয়রানির অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সিডনির রেডিও গ্রুপ নোভা এন্টারটেইনমেন্ট ঘোষণা দেয়- জনগণের মতামতের প্রতিক্রিয়ার পর পপসংগীত কিংবদন্তী মাইকেল জ্যাকসনের গান তারা আর গ্রহণ করছেন না।

সম্প্রতি ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক দাবি করেন- শৈশবে মাইকেল জ্যাকসন তাদের অনেকবার যৌন হয়রানি করেছেন। মাইকেল জ্যাকসন যথাক্রমে সাত এবং ১০ বছর বয়সে এ হয়রানি করেন বলেও দাবি করেন তারা।

অপরদিকে, কিংবদন্তী গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা এ অভিযোগ ‘বড় ধরনের একটি বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করছে তার পরিবারের লোকজন।

জনপ্রিয় মার্কিন এ পপ স্টার সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী ছিলেন। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিক্রি হওয়া এলবামের সংগীতশিল্পীদের মধ্যে মাইকেল জ্যাকসন একজন।

পিবিডি/ ইকা

গান,জ্যাকসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close