• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জনগণের জন্য কাজ করতে চাই: মিমি

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৯, ০০:৪৪
বিনোদন ডেস্ক

রূপালি পর্দা থেকে সরাসরি রাজনীতির আঙিনায় অভিষেক হয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মঙ্গলবার (১২ মার্চ) লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আর ওই তালিকায় নজর কেড়েছে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম।

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মিমি চক্রবর্তী বলেন, আমি কোনও সময় সবকিছু আগে থেকে পরিকল্পনা এগোই না। যেদিকে স্রোতে নিয়ে চলে, সে দিকেই চলি।

সম্পর্কিত খবর

    অভিনয় জীবন থেকে রাজনীতিতে প্রবেশ। কী ভাবছেন? এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, যেভাবে দিদি সবার পাশে ছিলেন, সবার সঙ্গে ছিলেন, সেভাবেই চলব। দিদির কাছে কৃতজ্ঞ।

    তিনি বলেন, হাতজোড় করে বলব, এতদিন আশীর্বাদের হাত মাথায় ছিল। আমার কাজ ভালোবেসেছেন। সবাইকে বলব, বিশ্বাস রাখুন পাশে থাকুন। একটা সুযোগ দিন।

    যাদবপুর কেন্দ্র থেকে সংসদীয় রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর রাজনৈতিক স্পর্শকাতর এলাকা। কতটা কঠিন লড়াই? মিমির আত্মবিশ্বাসী জবাব, কঠিন-সহজ ভাবছি না। জীবনের নতুন যাত্রা। জনগণের পাশে থাকতে চাই। জনগণের জন্য কাজ করতে চাই।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close