• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লিবিয়া থেকে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৩
পূর্ব পশ্চিম ডেস্ক

লিবিয়া থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি। দেশটির ত্রিপলি থেকে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় ‘Buraq Air (UZ 0222)’-এর চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায়।

সম্পর্কিত খবর

    প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিক ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম’র কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এ সময় আইওএম’র পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

    জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপলির প্রচেষ্টায় এবং আইওএম’র আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close